সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৩৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

bpsc pic_50674

 

৩৪তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার দুপুরে প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। দুপুর ১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। তবে ২টা থেকে পিএসসির নিজস্ব ওয়েবসাইটে http://www.bpsc.gov.bd/ ফলাফল পাওয়া যাচ্ছে। পিএসসির ওয়েবসাইট ছাড়াও টেলিটক মোবাইল থেকে এসএমএস দিয়ে ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BCS <স্পেস> 34 <স্পেস> রেজিস্ট্রেশন নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।পিএসসি সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষায় পাস করেছে ৯ হাজার ৮২২ জন। ২৬ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।২০৫২টি পদের বিপরীতে ৩৪তম বিসিএস পরীক্ষায় সর্বমোট ২ লাখ ২১ হাজার ৫৭৫ পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। প্রিলিমিনারিতে পাস করা ৪৬ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। গত ২৪ মার্চ লিখিত পরীক্ষা শুরু হয়ে চলে ৩১ মার্চ পর্যন্ত।