বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৩০ অক্টোবর নাটোর যাচ্ছেন খালেদা জিয়া

image_138258.khalada horijontal
আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার নাটোর যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নাটোর জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে আগামী ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নীলফামারী জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আর সে জন্য ২২ অক্টোবর বুধবার বিকালে তিনি রাজধানী গুলশানের নিজ বাসভবন থেকে রওনা হয়ে বগুড়া সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। পরের দিন ২৩ অক্টোবর বৃহস্পতিবার নীলফামারীর জনসভায় যোগদান করবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।