স্কটল্যান্ডের দেওয়া ৩১৯ রানের টার্গেটে ব্যাট করছতে নেমে বাংলাদেশ ৪৮.১ওভারে ৪উইকেটে ৩২২রান করে ৬উইকেটে জয় পায়। সাকিব আল হাসান ৫২ রান এবং সাব্বির রহমান ৪২ রানে অপরাজিত থাকে।২য় ওভারেই প্রথম উইকেট হারায় টাইগারবাহিনী। দলীয় ৫ রানে ডেভির বলে ম্যাথিউ ক্রসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন সৌম্য সরকার (২)। ২৩.৩ ওভারে ইয়ান ওয়ার্ডলের বলে বোল্ড হন মাহমুদুল্লাহ রিয়াদ (৬২)। এর আগে ২০তম ওভারের শেষ বলে ব্যক্তিগত অর্ধশত রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই রান করতে তিনি ৫০ বল ব্যয় করেন। ২য় উইকেটে তামিমের সঙ্গে ১৩৯ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটি। এর আগে চলতি সিরিজে নিজেদের ১ম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১১৪ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।ইনিংসের ৩১.৩ ওভারে ডেভির বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। এর আগে ৩য় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন তিনি। এই ইনিংসে ১০০ বলে ৯৫ রান করেন তামিম। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান এটি। এর আগে ১৬.৫ ওভারে ৫৩ বল খেলে ব্যক্তিগত অর্ধশত রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। ৩৮.১ ওভারে ইভানের বলে ম্যাকলিওডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন মুশফিকুর রহিম (৬০)। এর আগে ৩৬.৪ ওভারে ছক্কা হাঁকিয়ে ৩৮ বল খেলে ব্যক্তিগত অর্ধশত রান করেন তিনি।এর আগে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নেলসনের সেক্সটন ওভালে টসে জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩১৮ রান করে স্কটিশরা।স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৫৬ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান কোয়েটজার। এছাড়া অধিনায়ক প্রেস্টন মমসেন ৩৯ রান এবং ম্যাট ম্যাচান ৩৫ রান করেন।বাংলাদেশের পক্ষে তাসকিন ৩টি, নাসির ২টি এবং মাশরাফি, সাব্বির ও সাকিব ১টি করে উইকেট নেন।