Thursday, January 23Welcome khabarica24 Online

২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর সাপাহার উপজেলার করমুডাঙ্গা সীমান্ত এলাকা থেকে শনিবার দুই বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃতরা হলেন- আরিফ হোসেন (২৭) ও হুমায়ন আহমেদ (২৫)।বিজিবি ও স্থানীয়রা জানিয়েছে, সকাল ৬টার দিকে করমুডাঙ্গা সীমান্ত এলাকার নোম্যান্সল্যান্ডের মেইন পিলার ২৪০/৫ আর এলাকা দিয়ে করমুডাঙ্গা গ্রামের দাউদ আলীর ছেলে আরিফ ও রেজাউল ইসলামের ছেলে হুমায়ন ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন। এ সময় ভারতের তালতলী বিএসএফ ক্যাম্পের টহল দল তাদেরকে ধরে নিয়ে যায়।
বিজিবির ৪৬ ব্যাটলিয়ন (পত্নীতলা) এর অধিনায়ক লে. কর্নেল সালাউদ্দিন জানান, তাদের ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছিল। সকাল ১১টার দিকে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফ জানিয়েছে, আটক দুই বাংলাদেশীকে ভারতের বামনগোলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
উৎস- যুগান্তর