আগামী ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা হবে।বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মোলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।শিক্ষামন্ত্রী জানান, উভয় পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ৯০ হাজার ৬৯২ শিক্ষার্থী। জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন। এর মধ্যে ছাত্র ৮ লাখ ৩০ হাজার ২৫৬ জন। ছাত্রী ৯ লাখ ৩৪ হাজার ৩৩৯ জন।জেডিসিতে পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫৪ হাজার ৯২৭ জন এবং ছাত্রী ১ লাখ ৭১ হাজার ১৭০ জন।সে হিসেবে জেএসসি- জেডিসি পরীক্ষায় আগের চেয়ে ১ লাখ ৮৭ হাজার ৯৪৬ জন পরীক্ষার্থী বেড়েছে। কেন্দ্র বেড়েছে ১০৫টি এবং আর প্রতিষ্ঠান ১৭৭টি। তিনি আরও বলেন, ‘এ বছর গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে। বাংলা ২য় পত্র এবং ইংরেজি ১ম ও ২য় পত্র ছাড়া সকল বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে।’