Thursday, January 16Welcome khabarica24 Online

২৬ জুলাইয়ের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস

garment-worker_123180

২৬ জুলাইয়ের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার পোশাক কারখানার মালিক-শ্রমিকদের সঙ্গে সচিবালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, জুন মাসের বেতন ইতিমধ্যে দেয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতনের অংশ ২৬ তারিখের মধ্যে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে মুজিবুল হক বলেন, শ্রম আইনে উৎসবভাতার কথা বলা নেই। কিন্তু মালিকেরা ঐতিহ্যগতভাবে তা দিয়ে আসছেন। এ জন্য তাদের সামর্থ্য অনুযায়ী একই সময়ের মধ্যে এবারও তা দিতে বলা হয়েছে।