বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে আগামী ২৫ সেপ্টেম্বর জামালপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ত্রাণ বিতরণ শেষে সেখানে ২০ দলীয় জোটের সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান মঙ্গলবার এ তথ্য জানান। মারুফ কামাল বলেন, বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে ম্যাডাম জামালপুরে যাবেন। জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন সমকালকে জানান, ২৫ সেপ্টেম্বর জেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন খালেদা জিয়া। ত্রাণ বিতরণের পর সদরের সিংহজানী হাইস্কুল মাঠে ২০ দল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন চেয়ারপারসন। আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার গুলশানস্থ চেয়ারপার্সনের কার্যালয়ে জামালপুরে খালেদা জিয়ার সফর নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জেলার সাত উপজেলা মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, বকশিগঞ্জ, দেওয়ানগঞ্জ এবং সরিষাবাড়ীর বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়েছে।