আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করা হয়েছিল। শেখ হাসিনার হত্যার উদ্দেশ্যে পরিচালিক এই গ্রেনেড হামলায় তৎকালীন সরকার প্রধান হিসেবে খালেদা জিয়া জড়িত।
রাজধানীর পল্টনে ফটো জার্নালিস্ট হলরুমে রবিবার দুপুরে যুব শ্রমিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দাবি করে হানিফ বলেন, যেহেতু ২১ আগস্ট গ্রেনেড হামলা রাষ্ট্রীয় পরিকল্পনায় ও রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে করা হয়েছিল এবং মন্ত্রীরা অংশগ্রহণ করেছিল। বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারাই জজ মিয়া নাটক করেছেন, মুফতি হান্নান যে জবাববন্দি দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রীর সন্তান তারেক রহমান হাওয়া ভবনে বসে দফায় দফায় বৈঠক করেছেন।হানিফ বলেন, শেখ হাসিনার সরকারের আমলেই এই বিচারের রায় কার্যকর করা হবে। কোনো শক্তিই নেই এ বিচারকে বাধাগ্রস্ত করার। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন না কেন, কোনো লাভ হবে না। জাতির সামনে পরিস্কার কারা ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত। যারা চক্রান্তকারী ছিল, যারা অংশগ্রহণ করেছিল সবার বিচার হবে।সংগঠনের সভাপতি আবদুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আ’লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।