শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

২০ রোজার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংস্কার করতে হবে

obaidul-quader_17250

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, সে জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২০ রোজার মধ্যেই মেরামত শেষ করার তাগিদ দিয়েছেন।আজ রবিবার সকাল ১১টায় মহাসড়কের সীতাকুণ্ড এলাকা পরিদর্শন শেষে বাড়বকুণ্ডে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটে অতিষ্ঠ জনগণ। রাস্তার খানাখন্দক মেরামতের কাজ জনগণ হয়রানি হওয়ার আগেই শেষ করতে হবে।’এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি দিদারুল আলম, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চারলেন প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, উপজেলা চেয়ারম্যান এসএম মামুন, চট্টগ্রাম সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী অরুন আলো বড়ুয়া, কপিল উদ্দিন প্রমুখ।