২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে মরিয়া চিলি ৷ দেশটির ফেডারেশন সভাপতি সের্জিও পুনরায় নির্বাচিত হয়ে এই কথা ঘোষণা করেছেন ৷ ২০৩০ এককভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে চায় চিলি ৷ যদি এককভাবে দায়িত্ব না পাওয়া যায় তাহলে উরুগুয়ের সঙ্গে যৌথভাবে আয়োজন করতে চায় তারা ৷
সের্জিওর বক্তব্য, ‘ আমরা ফিফা সভাপতিসহ প্রধান প্রধান লোকেদের সঙ্গে কথা বলেছি ৷ যদি এককভাবে না হয় তাহলে যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চাই ৷ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ও কোপা আমেরিকা যদি সফলভাবে আয়োজন করতে পারি তাহলে কিন্তু বিশ্বকাপের দায়িত্ব পেতে পারি আমরা৷’