বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “২০১৯ সালের অনেক আগেই আরেকটি জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি। কোনো অন্যায় জনগণ মানবে না, অতীতেও মানেনি।” আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করেছে ডিআরইউ। ২০১৯ সালের আগে আরেকটি জাতীয় সংসদ নির্বাচন বিএনপি আশা করে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুর ইসলাম আলমগীর বলেন, আমরা বিশ্বাস করি সব দলের অংশগ্রহণে, জনগণের কাছে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন ২০১৯ সালের অনেক আগেই অনুষ্ঠিত হবে। কারণ, আমরা জনগণের সম্মিলিত শক্তির ওপর আস্থা রাখি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো ট্রামকার্ডে বিশ্বাস করি না। জনগণের ঐক্যবদ্ধ শক্তির ওপরই আমাদের বিশ্বাস। তিনি আরও বলেন, ‘আন্দোলন একটি বিজ্ঞান। প্রথমে ফাস্ট গিয়ার, তার পর সেকেন্ড গিয়ার, এর পর থার্ড গিয়ার, সবশেষে টপ গিয়ারে গাড়ি চালাতে হয়। বিএনপি, এই অবৈধ সরকার পতনে এ বিজ্ঞানের ফর্মূলা ফলো করবে। ধীরে ধীরে আন্দোলনকে টপগিয়ারে নিয়ে যাওয়া হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ ডিআরইউ এর নেতারা উপস্থিত ছিলেন।