২০১৮ সালের এশিয়ান গেমসের আয়োজক হিসেবে ইন্দোনেশিয়ার প্রতি সমর্থন জ্ঞাপন করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। ভেন্যু নির্মাণে অত্যাধিক খরচের কারণে আসরটির আয়োজন নিয়ে সংকটের সৃষ্টি হয়েছিল।
গত এপ্রিলে গেমস আয়োজনের অনুমতি পাওয়া ভিয়েতনাম অপারগতা প্রকাশ করলে মহাদেশের ক্রীড়া কর্তারা দ্রুততম সময়ের মধ্যে এর পরিবর্তিত আয়োজক দেশ খুঁজে পেতে সক্ষম হয়েছে। শুক্রবার ওসিএ’র বৈঠকে ইন্দোনেশিয়াকে গেমস আয়োজনের চূড়ান্ত অনুমোদনও দিয়ে দেয়া হয়েছে।
কাউন্সিলের সভাপতি শেখ আহমেদ আল ফাহাদ আল সাবাহ বলেন, ‘২০১৮ সালের গেমসটি ইন্দোনেশিয়ার জাকার্তায় আয়োজন করবে মর্মে আজ ইবি (এক্সিকিউটিভ বডি) চূড়ান্ত অনুমোদন দিয়েছে।’
আগামী রবিবার সাধারণ সভায় এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে শেখ আহমেদ বলেন যে, এর আগে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ভিয়েতনামের পরিবর্তিত দেশ হিসেবে অন্য কোনো দেশ খুঁজে বের করে চূড়ান্ত অনুমোদন দেয়ার ক্ষমতা তার হাতে ন্যস্ত করা হয়েছিল।
এদিকে ইন্দোনেশীয় অলিম্পিক কমিটির কর্মকর্তা আদি লুকমান বলেছেন, গেমসের আয়োজক হতে পেরে তাদের দেশ আনন্দিত। তিনি বলেন, ‘এশিয়ান গেমসের আয়োজক হতে পারাটা ইন্দোনেশীয় জনগণের কাছে খুবই সম্মান ও গৌরবের।’