মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

২০১৫ সালের হজ প্যাকেজের খসড়া অনুমোদন

haj-2_48633

 

২০১৫ সালের হজ প্যাকেজের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এবার মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজে যেতে পারবেন। এর মধ্যে ১০ হাজার জন দুই প্যাকেজের আওতায় সরকারি ব্যবস্থাপনায় ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন।তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজের আওতায় হজে যেতে খরচ হবে তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। আর দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। এর বাইরে কোরবানির খরচ আলাদা যুক্ত হবে। কোরবানির খরচ হিসেবে প্রত্যেকে বাড়তি ৫০০ সৌদি রিয়াল এবং ব্যক্তিগতভাবে সর্বোচ্চ এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন। আর বেসরকারি ব্যবস্থাপনায় খরচ পড়বে কমপক্ষে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের সময় এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা জমা দিতে হবে।