Friday, January 17Welcome khabarica24 Online

২০১৪ বিশ্বকাপের প্রাইজ মানি

27676_fifa

আজ থেকে ব্রাজিলে বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখতে টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন বিশ্বের শত কোটি ফুটবল প্রেমী। গতবার অনুষ্ঠিত বিশ্বকাপের তুলনায় এবারের বিশ্বকাপের প্রাইজ মানি বাড়ছে ৩৭ শতাংশ। ব্রাজিল বিশ্বকাপের মোট প্রাইজ মানি হবে ৫৭ কোটি ৬০ লাখ ডলার। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এ তথ্য আগেই নিশ্চিত করেছে। প্রাইজ মানি দলগুলোর মধ্যে কিভাবে বন্টন করা হবে, তার একটি তালিকা নিচে দেয়া হলো:
– গ্রুপ পর্বে বাদ হয়ে যাওয়া ১৬টি দলের প্রতিটি প্রাইজ মানি বাবদ পাবে ৮০ লাখ ডলার।
– গ্রুপ পর্ব পেরিয়ে যে ১৬টি দল পরবর্তী রাউন্ডে উঠবে, তাদের মধ্যে লড়াইয়ে বাদ হয়ে যাওয়া ৮টি দলের প্রতিটি পাবে ৯০ লাখ ডলার।
– কোয়ার্টার ফাইনাল থেকে বিশ্বকাপ মিশন শেষ করা ৪টি দলের প্রতিটি প্রাইজ মানি বাবদ পাবে ১ কোটি ৪০ লাখ ডলার।
– চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ডলার।
– তৃতীয় স্থান নির্ধারনীতে জয়ী দল পাবে ২ কোটি ২০ লাখ ডলার।
– রানার-আপ দল পাবে আড়াই কোটি ডলার।
– বিশ্বকাপ ট্রফি জয়ী দল প্রাইজ মানি বাবদ পাবে সাড়ে ৩ কোটি ডলার।