Saturday, January 25Welcome khabarica24 Online

২রা জুন আইন মন্ত্রনালয়ে গণঅবস্থান

25766_imran

ট্রাইব্যুনালের আইনে জামায়াতের বিচার করা যাবে না আইনমন্ত্রী আনিসুল হকের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে গণজাগরণ মঞ্চের ডা. ইমরানের নেতৃত্বাধীন অংশ। শুক্রবার বিকালে শাহবাগের প্রজন্ম চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই প্রতিবাদ জানান মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। এসময় আগামী ২রা জুন আইন মন্ত্রণালয়ের সামনে ৩ ঘণ্টা গণঅবস্থান কর্মসূচি পালন করারও ঘোষণা দেন তিনি। তিনি বলেন, অবিলম্বে আইনমন্ত্রীর বক্তব্য পরিহার করে নিতে হবে। না হলে ৫ই ফেব্রুয়ারির মতো জাগরণ মঞ্চ আবার আন্দোলন শুরু করবে। মঞ্চের ৬ দফা দাবি নিয়ে কখনও কারও সঙ্গে আপস হবে না উল্লেখ করে তিনি বলেন, দাবি আদায়ে প্রয়োজনে দেশবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে। মুখপাত্র আরও বলেন, আমাদের ওপর আঘাত, মামলা হওয়াতে বুঝতে পেরেছিলাম সরকার জামায়াতের সঙ্গে বিদেশী বন্ধুদের মন রক্ষা করতে আপোস করছে। আইনমন্ত্রীর বক্তব্যে সেটা আজ পরিস্কার হলো।