আগামী ১৬ ফেব্রুয়ারি পাকিস্তান ১৭৩ জন ভারতীয় বন্দিকে মুক্তি দিতে চলেছে। ভারতের বিদেশ মন্ত্রণালয় সূত্রে সৈয়দ আকবরউদ্দিন মঙ্গলবার এই খবর জানিয়েছেন। পাক সরকারের পক্ষ থেকে একটি লিখিত চিঠি ইতিমধ্যেই ভারত সরকারের কাছে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র।১৬ ফেব্রুয়ারি পাকিস্তানের জেল থেকে মুক্তি পাবেন ১৭৩ জন ভারতীয় বন্দি। এরপর পাক সেনাবাহিনী তাদের ওয়াঘা বর্ডারে নিয়ে এসে ভারতীয় কূটনৈতিকদের হাতে তুলে দেবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২০১৫, ১ জানুয়ারি পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মোট ৫২৬ জন ভারতীয় পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন।