শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

১৫ বিশিষ্ট জনকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

EKUSHE-PODOK

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম চালাতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রদায়িক শক্তির স্থান এ দেশে হবে না বলেও জানান তিনি। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একুশ- মায়ের কথা বলে, একুশ- ভাষা আন্দোলনের ইতিহাস বহন করে। আজ বিশ্বের ১৯৩টি দেশে পৌঁছে গেছে একুশের বার্তা ও তার চেতনা। আপস। ভাষা শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও একুশে পদক দেয়া হলো ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় প্রধানমন্ত্রী নির্বাচিতদের হাতে তুলে দেন এককালীন নগদ টাকা, স্বর্ণপদক ও সম্মাননাপত্র। এসময় প্রধানমন্ত্রী বলেন, একুশ ও মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুন্ন রাখতে জাতিকে এখনও সংগ্রাম করে যেতে হচ্ছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। তিনি বলেন, কোন অপশক্তির কাছেই বাঙ্গালি জাতি মাথা নত করেনি, সব সময় সোচ্চার থেকেছে অধিকার আদায়ে। সংবিধানের চার মূল স্তম্ভকে যারা অস্বীকার করে তারা একুশ ও স্বাধীনতার শত্রু উল্লেখ্য করে প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের মধ্যে একুশের চেতনা ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।