১৫ আগস্ট হত্যাকাণ্ডের পেছনে জিয়াউর রহমানের ‘সিগন্যাল’ ছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, আত্মস্বীকৃত খুনিরা হত্যাকাণ্ডের আগে জিয়ার সঙ্গে দেখা করেছিলেন। তিনি নিজে থাকবেন না জানিয়েছিলেন, তবে সিগন্যাল দিয়েছিলেন। প্রধানমন্ত্রী আজ জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও তার চেতনাকে ধ্বংস করাই ১৫ আগস্ট হত্যকাণ্ডের মূল উদ্দেশ্য। স্বাধীনতাবিরোধী শক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভামঞ্চে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব উল আলম হানিফ, অ্যাডভোকেট সাহারা খাতুন, জাহাঙ্গীর কবীর নানক প্রমুখ।