ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালতে ১৩ই মার্চ থেকে নারায়নগঞ্জ সাত খুন মামলার অন্যতম প্রধান অভিযুক্ত নূর হোসেনের বিচার শুরু হবে। আজ শুক্রবার উত্তর চব্বিশ পরগণার জেলা ও দায়েরা জজ বিচার শুরুর এই নির্দেশ জারি করেন। নূর হোসেন ও তাঁর দুই সঙ্গী অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গত বছরের ১৪ই জুন কলকাতায় গ্রেপ্তার হয়েছিলেন।আদালত সূত্রে জানা যায়, উত্তর চব্বিশ পরগণার অতিরিক্ত জেলা দায়েরা জজের আদালতে বিদেশি আইনের ১৪ নম্বর ধারায় আনা অভিযোগে তাদের বিচার শুরু হবে। সূত্র আরো জানায়, বাংলাদেশে নারায়নগঞ্জ সাত খুনের মামলায় অভিযুক্ত হলেও ভারতে যেহেতু নূর হোসেনের বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ নেই, সেজন্য এখানে শুধু অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা চলছে।প্রসঙ্গত, নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে গত বছরের ১৮ই অগাস্ট পুলিশ চার্জশীট জমা দিয়েছিল।জানা গেছে, মি. হোসেন এখনও কলকাতার দমদম জেলে আটক রয়েছেন। আর গত নয় মাসে তিনি কোনও আইনজীবী যেমন নিয়োগ করেননি, তেমনই একবারও জামিনের আবেদনও জানাননি।ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারের যে আবেদন উত্তর চব্বিশ পরগণার আদালতের কাছে জানানো হয়েছিল তাতে বলা হয়েছিল যে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তবে আদালতই সিদ্ধান্ত নেবে যে ভারতে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের সাজা খাটার পর তাকে বাংলাদেশে পাঠানো হবে, না কি ইন্টারপোলের নোটিস রয়েছে বলে সেটা আমলে নিয়ে আগেই তাঁকে ফেরত পাঠানো হবে দুই দেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী। সূত্র : বিবিসি বাংলা