বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

১৩ জুন পবিত্র শবে বরাত

273

আগামী জুন মাসের ১৩ তারিখ দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত উদযাাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি চৌধুরী মো. বাবুল হাসান। সভায় জানানো হয়, আজ বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সংবাদ না পাওয়ায় ৩০মে রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী ৩১ মে থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই অনুসারে ১৩ জুন দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপন করা হবে। সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহামদ, যুগ্মসচিব মো. মাকুসুদুর রহমান, বিটিভির পরিচালক গোলাম শফিউদ্দিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দিন আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।