শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

১২ জেলায় আকস্মিক বন্যা: লক্ষাধিক মানুষ পানিবন্দী

0gcjjzui

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের ১১ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ। টানা বর্ষণে তিনদিন যাবত বন্যা কবলিত হলেও সরকারি ত্রানের খবর নেই।পানি উন্নয়ন বোর্ডে বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে জানানো হয়, তিস্তা, সুরমা, ডালিয়া, কংশ, মুহুরী ও নাফ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত ২০ গ্রাম প্লাবিত হয়েছে। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজ ও এর আশপাশের এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। সেখানে বসবাসকারী লোকজনকে সরিয়ে নেয়া শুরু করে কর্তৃপক্ষ। উজানের পাহাড়ী ঢল আর আকস্মিক প্রবল বর্ষণের কারনে দেশের লালমনিরহাট, কক্সবাজার, ঝালকাঠি, বগুড়া, নীলফামারী, ফেনী, শেরপুর, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় বন্যা দেখা দিয়েছে। এসব জেলার লক্ষাধিক মানুষ বন্যার কবলে পড়ে অসহায়ভাবে দিন কাটছে।ভারী বর্ষণ উজান থেকে নেমে আসা পানির তোড়ে লালমনিরহাটের পাঁচ উপজেলার ৮০টি গ্রাম বিচ্ছিন্ন হয়ে আছে। অব্যাহত বৃদ্ধি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ীতে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। বর্ষার বিদায় বেলায় হঠাৎ এই টানা বৃদ্ধি ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১০টি গ্রাম, ফেনীর ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার কমপক্ষে ১২টি গ্রাম, নীলফামারীর ৯৫টি গ্রাম, রংপুরের গঙ্গাচড়া উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
এদিকে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরো কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া বিভাগ সূত্র জানিয়েছে। এছাড়া দেশের নদীবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্যকেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডালিয়ায় তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার, কানাইঘাটে সুরমা বিপদসীমার ৩ সেন্টিমিটার, সুনামগঞ্জে সুরমা বিপদসীমার ৪৩ সেন্টিমিটার এবং জারিয়া জাঞ্জাইলে কংশের পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং মেঘনা নদীসহ ঢাকা শহর সংলগ্ন নদনদীর পানি বাড়তে পারে।পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৬৩টি জায়গায় পানি বেড়েছে ও ১৭টি জায়গায় পানি কমেছে। দুটি জায়গায় পানি অপরিবর্তিত রয়েছে। চারটি জায়গায় পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।