Friday, January 17Welcome khabarica24 Online

১১৮ কোটি ডলার ঋণ দেবে জাপান

image-2_80206
সহজ শর্তে বাংলাদেশকে ১১৮ কোটি ডলার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে জাপান। এ ঋণে গার্মেন্টস খাত, বিদ্যুৎ ও কয়লাভিত্তিক জ্বালানি অগ্রাধিকার খাত হিসেবে গুরুত্ব পাবে।শনিবার  বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ সফররত জাপানি পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার ডেপুটি প্রেস সেক্রেটারি কৌইতি মিজুশিমা একথা জানান।সংবাদ সম্মেলনে মিজুশিমা বলেন, ‘জাপান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তাই বাংলাদেশের বিদ্যুৎ খাত ও পরিবেশের অবস্থা আরো ভালো হলে এই বিনিয়োগের পরিমাণ আরো বাড়বে।’ একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সর্ম্পক উন্নয়ন, বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণসহ বিভিন্ন বিনিয়োগ জাপানের আগ্রহ তুলে ধরেন তিনি।