রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

১০ নম্বর জার্সি রুনিরই

24806_s3

বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। রয় হজসনের দলে প্রত্যাশিত খেলোয়াড়রাই জায়গা করে নিয়েছেন। খেলোয়াড়দেরকে জার্সি নম্বরও ভাগ করে দেয়া হয়েছে। সাত নম্বর জার্সি পেয়ে আলোচনার রসদ জুগিয়েছেন জ্যাক উইলশায়ার। আর্সেনালের এই খেলোয়াড়কে এবারের বিশ্বকাপে ফরোয়ার্ডে মূল ভূমিকায় দেখা যাবে, যা তার জার্সি নম্বরই বলে দিচ্ছে। তবে ইনজুরি আক্রান্ত উইলশায়ারকে এই গুরুদায়িত্ব দেয়ায় কিছুটা সমালোচনাও হচ্ছে। আর্সেনালের ২২ বছর বয়সী এই মিডফিল্ডার ইনজুরির কারণে মার্চের পর ক্লাবের হয়ে মাত্র এক ম্যাচ খেলেছেন। অন্যদিকে তরুণ তুর্কি ড্যানিয়েল স্টারিজকে ৯ নম্বর জার্সি দিয়ে চমক দেখিয়েছেন হজসন। ২৪ বছর বয়সী এই লিভারপুল স্ট্রাইকার এই মওসুমে ক্লাবের হয়ে দারুণ করেছেন। ইংলিশ প্রিমিয়ার লীগে এই মওসুমে তিনি করেছেন ২১ গোল। সর্বোচ্চ ৩১ গোল করা লুইস সুয়ারেজের পরেই আছেন তিনি। আগের মতোই ১০ নম্বর জার্সি ধরে রেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ওয়েইন রুনি। আর ড্যানি ওয়েলবেক পেয়েছেন ১১ নম্বর জার্সি। এবার বিশ্বকাপে ‘মৃত্যুকূপ’ বলে ধরে নেয়া ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ইতালি, উরুগুয়ে ও কোস্টারিকা। ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।
১. জো হার্ট, ২. গ্লেন জনসন, ৩. লেইটন বায়ান্স, ৪. স্টিভেন জেরার্ড, ৫. গ্যারি কাহিল, ৬. ফিল জ্যাগেকলা, ৭. জ্যাক উইলশায়ার, ৮. ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, ৯. ড্যানিয়েল স্টারিজ, ১০. ওয়েইন রুনি, ১১. ড্যানি ওয়েলবেক, ১২. ক্রিস স্ম্যালিং, ১৩. বেন ফস্টার, ১৪. জর্ডান হেন্ডারসন, ১৫. অ্যালেক্স ওক্সল্যাড, ১৬. ফিল জোন্স, ১৭. জেমস মিলনার, ১৮. রিকি ল্যাম্বার্ট, ১৯. রহিম স্টার্লিং, ২০. অ্যাডাম লালানা, ২১. রস বার্কলি, ২২. ফ্রেসার ফরস্টার, ২৩. লুক শ।