শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হ্যাপির মামলায় ডিএনএ পরীক্ষার অনুমতি

57180_b5

জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা মামলায় জব্দকৃত আলামতের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছে আদালত। আলামতে কোন জৈব পদার্থ আছে কিনা, থাকলে তার ডিএনএ পরীক্ষার অনুমতির জন্য আদালতের কাছে আবেদন করা হয় মঙ্গলবার। গতকাল শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করেন  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ ঢাকার সিএমএম আদালতে এই আবেদন করেন। গত ১৩ই ডিসেম্বর রাজধানীর মিরপুর থানায় প্রতারণা করে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ এনে রুবেলের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি।