মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়। কিন্তু ২০০৫ সালের মে মাসে লা-লীগা ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যেদিন বার্সেলোনার হয়ে প্রথম প্রতিযোগিতামূলক গোলটি করেছিলেন, তখন কেউ কি ভেবেছিল এই লিওনেল মেসি একদিন নিজেকে প্রতিষ্ঠা করবেন অবিশ্বাস্য এক উচ্চতায়! মেসি নিজে অন্তত ভাবেননি। এই তো ক’দিন আগেই ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলক পেরিয়ে বিনয়ের সঙ্গে বলেছিলেন এমন কীর্তির কথা তার দূরতম কল্পনাতেও ছিল না। কিন্তু মেসি নিজে না ভাবুন, তাকে নিয়ে আকাশছোঁয়া স্বপ্ন নিশ্চয় কেউ না কেউ দেখেছিলেন। সেই স্বপ্ন আর বাস্তবতাকে প্রায় একবিন্দুতে মিলিয়ে দিয়ে আরেকটি ইতিহাসের সামনে বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর। মাত্র তিনটি গোলের দূরত্ব। আজ রায়ো ভালেকানোর মাঠে মৌসুমের প্রথম হ্যাটট্রিকটি করতে পারলেই স্প্যানিশ লীগের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি।
৫৯ বছর ধরে অক্ষত রয়েছে যে রেকর্ড। মেসির হ্যাটট্রিক হয়ে গেলে চ্যাম্পিয়ন্স লীগে পিএসজির বিপক্ষে মৌসুমের প্রথম হারের হতাশাও হয়তো মুছে যাবে বার্সেলোনার।স্প্যানিশ লীগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি (২৫১) প্রায় ছয় দশক ধরে অ্যাথলেটিক বিলবাও কিংবদন্তি তেলমো জারার দখলে। লীগে মেসির গোল এখন ২৪৮টি। আর তিন গোল হলেই সেই রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি। আর চার গোল হলে মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বের অন্যতম শীর্ষ লীগের ইতিহাসসেরা সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি তার একার হয়ে যাবে। আজ রায়ো ভালেকানোর বিপক্ষে ২৮৪তম লীগ ম্যাচ খেলতে নামবেন মেসি। লীগে ১৯টি হ্যাটট্রিকের মালিক আরেকটি হ্যাটট্রিক পেলেই তেলমো জারাকে ছুঁয়ে ফেলবেন। ভালেকানোর বিপক্ষে কাতালানদের হ্যাটট্রিকের রেকর্ড বেশ সমৃদ্ধ। গত বছর ভালেকানোর মাঠে বার্সার ৪-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন পেড্রো। ওদিকে গ্রানাডার বিপক্ষে শেষ লীগ ম্যাচে হ্যাটট্রিক করেছেন নেইমার। আজ কি তবে মেসির পালা? এ মুহূর্তে বেশ ভালো ফর্মেই আছেন বার্সার প্রাণভোমরা। গ্রানাডার বিপক্ষে নিজে দুই গোল করার পাশাপাশি করিয়েছেন দুটি। চ্যাম্পিয়ন্স লীগে পিএসজির
বিপক্ষে গোল পেয়েছেন। মেসির মধ্যে আগের সেই সাফল্য ক্ষুধাও ফিরে এসেছে। এ মৌসুমে তার গোল করানোর হার বেড়ে গেছে অনেক।
তা গোল নিজে করুন বা অন্যকে দিয়ে করান- মেসির লক্ষ্য একটাই। দলকে জেতানো। তার কাছে সবার আগে দল। লা-লীগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার দ্বারপ্রান্তে এসে তাই নির্লিপ্ত মেসি। রেকর্ড নিয়ে নাকি মাথাব্যথা নেই তার! কিন্তু এ তো আর যে সে রেকর্ড নয়। নির্লিপ্ততার মাঝেও তাই একটু
রোমাঞ্চ খেলে গেল তার কণ্ঠে, ‘এই মুহূর্তে আমি রেকর্ড নিয়ে ভাবছি না। তবে বিশ্বের অন্যতম সেরা
লীগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে পারলে ভালোই লাগবে। কত কিংবদন্তি খেলোয়াড় এই লীগে খেলে গেছেন। তবে এ নিয়ে ভাবার দরকার নেই। রেকর্ড যখন হওয়ার, তখন তো হবেই।’
আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদও। তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়া। আগামী বার্নাব্যুতে বিলবাওয়ের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ওয়েবসাইট।
৫৯ বছর ধরে অক্ষত রয়েছে যে রেকর্ড। মেসির হ্যাটট্রিক হয়ে গেলে চ্যাম্পিয়ন্স লীগে পিএসজির বিপক্ষে মৌসুমের প্রথম হারের হতাশাও হয়তো মুছে যাবে বার্সেলোনার।স্প্যানিশ লীগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি (২৫১) প্রায় ছয় দশক ধরে অ্যাথলেটিক বিলবাও কিংবদন্তি তেলমো জারার দখলে। লীগে মেসির গোল এখন ২৪৮টি। আর তিন গোল হলেই সেই রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি। আর চার গোল হলে মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বের অন্যতম শীর্ষ লীগের ইতিহাসসেরা সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি তার একার হয়ে যাবে। আজ রায়ো ভালেকানোর বিপক্ষে ২৮৪তম লীগ ম্যাচ খেলতে নামবেন মেসি। লীগে ১৯টি হ্যাটট্রিকের মালিক আরেকটি হ্যাটট্রিক পেলেই তেলমো জারাকে ছুঁয়ে ফেলবেন। ভালেকানোর বিপক্ষে কাতালানদের হ্যাটট্রিকের রেকর্ড বেশ সমৃদ্ধ। গত বছর ভালেকানোর মাঠে বার্সার ৪-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন পেড্রো। ওদিকে গ্রানাডার বিপক্ষে শেষ লীগ ম্যাচে হ্যাটট্রিক করেছেন নেইমার। আজ কি তবে মেসির পালা? এ মুহূর্তে বেশ ভালো ফর্মেই আছেন বার্সার প্রাণভোমরা। গ্রানাডার বিপক্ষে নিজে দুই গোল করার পাশাপাশি করিয়েছেন দুটি। চ্যাম্পিয়ন্স লীগে পিএসজির
বিপক্ষে গোল পেয়েছেন। মেসির মধ্যে আগের সেই সাফল্য ক্ষুধাও ফিরে এসেছে। এ মৌসুমে তার গোল করানোর হার বেড়ে গেছে অনেক।
তা গোল নিজে করুন বা অন্যকে দিয়ে করান- মেসির লক্ষ্য একটাই। দলকে জেতানো। তার কাছে সবার আগে দল। লা-লীগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার দ্বারপ্রান্তে এসে তাই নির্লিপ্ত মেসি। রেকর্ড নিয়ে নাকি মাথাব্যথা নেই তার! কিন্তু এ তো আর যে সে রেকর্ড নয়। নির্লিপ্ততার মাঝেও তাই একটু
রোমাঞ্চ খেলে গেল তার কণ্ঠে, ‘এই মুহূর্তে আমি রেকর্ড নিয়ে ভাবছি না। তবে বিশ্বের অন্যতম সেরা
লীগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে পারলে ভালোই লাগবে। কত কিংবদন্তি খেলোয়াড় এই লীগে খেলে গেছেন। তবে এ নিয়ে ভাবার দরকার নেই। রেকর্ড যখন হওয়ার, তখন তো হবেই।’
আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদও। তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়া। আগামী বার্নাব্যুতে বিলবাওয়ের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ওয়েবসাইট।