রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হোয়াটসঅ্যাপ এবার ফেসবুকে!

2_71046

 

মোবাইল মেসেজিংয়ের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপকে ১৯০ কোটি মার্কিন ডলারে কিনে নিচ্ছে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে বাড়তি খরচ ছাড়াই ভয়েস, ভিডিও ও ছবি শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। তাই হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা এখন তুঙ্গে। ২০১৩ সালের এপ্রিলে বিশ্বব্যাপী অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ছিল ২০ কোটি। আর বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা ৪৫ কোটি। তুমুল জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশনটি ফেসবুকের কিনে নেয়ার ঘোষণা অনেককেই বিস্মিত করেছে। তবে জনপ্রিয় এই অ্যাপটি কিনে নিলে ফেসবুকের জনপ্রিয়তা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ হোয়াটসঅ্যাপকে অভিহিত করেছেন ‘অত্যন্ত মূল্যবান’ এক সেবা হিসেবে। ইন্টারনেট।