মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হেফাজত আমিরের দফতরে চট্টগ্রামের নতুন মেয়র

allama-shofi--nasir-jugantor_264148

 

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।শুক্রবার জুমআর নামাজ শেষে হেফাজত আমিরের দফতরে ওই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় নব নির্বাচিত মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভপাতি মোছলেম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সাধারণ সম্পাদক বাবলু সালউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরফ আলী ও রাউজান উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ।এ সময় দীর্ঘ আলাপচারিতায় মেয়রের সঙ্গে থাকা আওয়ামী লীগের দলীয় নেতারা হেফাজত আমিরের উদ্দেশে বলেন, বিএনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের প্রধান খালেদা জিয়ার কথা ভুলে যান। এখন নাছির ভাই মেয়র হয়েছে। বিমানে করে ঢাকা যাবেন, বিমানে করে আসবেন। আর ম্যাডাম হাসিনার সঙ্গে দেখা করবেন।সাক্ষাত এর পূর্বে নর্ব নির্বাচিত মেয়র ও তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা দারুল উলুম মঈনুল ইসলাম হাটাহাজরী মাদ্রসার নব্য নির্মিত মসজিদে জুমআর নামাজ আদায় করেন। সাক্ষাত শেষে মাদ্রাসার মেহমানখানায় মেয়র ও তার দলীয় নেতাকর্মীরা মধ্যাহ্ন ভোজে অংশ নেন।