ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সারাদেশে প্রতিটি বোমা হামলার ঘটনায় হুকুমের আসামি হবেন খালেদা জিয়া। আর এই হুকুমের আসামি হিসেবেই তাকে গ্রেফতার করা হবে।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনে মতিঝিলের প্রায় ২৫ শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।তিনি বলেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না। আর ওই নির্বাচনও হবে শেখ হাসিনার অধীনেই। বোমা হামলা করে, মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবেনা। বোমা মেরে ক্ষমতায় যাওয়া গেলে তো একসময় দেশের প্রতিটি মানুষই ১/২টি করে বোমা নিজের কাছে রাখবে।খালেদা জিয়া শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চান উল্লেখ করে তিনি বলেন, এসএসসি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আর এসময় এ পরীক্ষা বন্ধ করতে খালেদা জিয়া উঠে পড়ে লেগেছেন। তিনি চান না পরিীক্ষা হোক। শুধু ক্ষমতায় যেতে চান তিনি।মানবন্ধন অংশ নেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ড. শাহানা বেগম, কমলাপুর শেরেবাংলা স্কুলের প্রধান শিক্ষক আবদুল হালিম প্রমুখ।