মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হিলি সীমান্তে গুলাগুলি, ভারতীয় চোরাকারবারী নিহত

bsf-1423287501_73613

 

দিনাজপুর জেলার হিলি সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ-এর মধ্যে গোলাগুলিতে বিটন নাথ (৩০) নামে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছন। এসময় ভারতীয় চোরাকাবরীদের নিক্ষিপ্ত রেললাইনের পাথরের আঘাতে মো. রাসেল নামে এক বিজিবি সদস্যও আহত হয়।মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার হিলি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত বিটন ভারতের হিলির দক্ষিনবাসুদেবপুর গ্রামের বৌদ্ধনাথের ছেলে।হিলি বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার রেজাউল ইসলাম জানান, একটি মালবাহীঅ ট্রেন হিলি রেলস্টেশন থেকে জয়পুরহাট যাবার কালে সীমান্তের ২৮৪/২৭ ও ২৮ নং পিলারের নিকট পৌঁছলে বিটন নাথ নামে এক চোরাকারবারী চলন্ত ট্রেনটিতে চোরাচলানকৃত পণ্য উঠানোর চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত মো. রাসেল নামে এক বিজিবি সদস্য তাকে আটকের চেষ্টা করলে বিটন নাথ তার পিস্তল দিয়ে রাসেলকে গুলি করতে উদ্ধত হয়। তাৎক্ষণিকভাবে বিজিবি আত্মরক্ষায় গুলি চলায়। এসময় বিএসএফও গুলি করে। উভয়পক্ষের গুলাগুলির এক পর্যায়ে বিটন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হলে বিজিবি সদস্যরা তার লাশ উদ্ধার করে হিলি বিওপিতে নিয়ে আসেন।জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উভয় সীমান্তের দু’অধিনায়ক। বাংলাদেশের ৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার ও ভারতের ৯৬ বিএসএফ ব্যটালিয়ন অধিনায়ক রাজেন সুড।এ রিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছিল। বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।