Saturday, February 8Welcome khabarica24 Online

হিতকরীর বনভোজন ও পুনর্মিলনী : সাংবাদিক মামুন নজরুল ও সাহাদাতকে সম্মাননা

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইতে হিতকরী যুব সংঘের বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং সিনিয়র সদস্য পাক্ষিক খবরিকার সহ সম্পাদক সাংবাদিক মামুন নজরুল ও শাহাদাত হোসেনকে সম্মাননা দেওয়া হয়।গতকাল শুক্রবার (৩১ জানুয়ারী) হিতকরীর বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠান মীরসরাই ইকোনমিক জোন সংলগ্ন জোন সী-বিচ সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি জহির উদ্দিন রনি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরের ছাপার সঞ্চালনায় হিতকরীর বিশেষ অবদানের জন্য মামুন নজরুল ও শাহাদাত হোসেনকে ক্রেস্ট প্রদান করেন। উক্ত বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম রয়েল, নির্বাহী সদস্য হাসান বিল্লাহ, নির্বাহী সদস্য নুরচ্ছালাম ফোরকান, নির্বাহী সদস্য আবু হাসনাত লিমন, সাবেক সভাপতি ইমাম হোসেন ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, ইশতিয়াক ইমু এবং বর্তমান সিনিয়র ও জুনিয়র সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, ২০০১ সালে এক ঝঁক তরুন সামাজিক দায়বদ্ধতা থেকে এই সংগঠন চালু করেন এই সংগঠনটির উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া ক্রমান্বয়ে তারা বিভিন্ন সামাজিক কাজ গুলোতে জোরালোভাবে এগিয়ে আসে যেমন শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি বন্যায় ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা, মাদক ও বাল্যবিবাহ বিরুদ্ধে সচেতনতা তৈরি,বিগত কোভিড ১৯ মহামারীতে খাদ্য সহায়তা, সচেতনতা তৈরি, মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করে গেছে।