Saturday, December 14Welcome khabarica24 Online

হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি ঃ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ২ নং হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগ। গতকাল ১২ জানুয়ারী ২০২০ ইং রবিবার রাত ৮ টার সময় বারইয়ারহাটস্থ ২নং হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে উক্ত জন্মবার্ষিকী উদযাপন করা হয়। মীরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ইব্রাহিম খলীল ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিঙ্গুলী ইউনিয় আওয়ামীলীগের সভাপতি কবি মো. সোনা মিয়া।

এসময় আরো বক্তব্য প্রদান করেন, পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক ও আওয়ামীলীগ নেতা আলী আহছান, আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ছালাউদ্দিন। বক্তারা তাদের বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বণার্ঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে হিঙ্গুলী ইউনিনের সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাক এবং যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে উক্ত জন্ম বার্ষিকী উদযাপন করা হয়।