Monday, February 10Welcome khabarica24 Online

হিঙ্গুলীতে বিএনপি নেতা আবু সাঈদ বাবলু’র সহযোগিতায় ছাত্রদলের কর্মীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ।

বিশেষ প্রতিনিধি- ১৪ জানুয়ারি (মঙ্গল্বার)  মীরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের আওতাধীন ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবলুর সার্বিক সহযোগিতায় এবং হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রদলের ছাত্র-প্রতিনিধি মোস্তাক উদ্দিন সোহাগ এর নেতৃত্বে ছাত্রদলের কর্মীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপি নেতা আজিজুল হক সুজন, হিঙ্গুলী ইউনিয়ন যুবদল নেতা কাজী মেহেদী হাসান এবং জিয়াউর রহমান।

এ সময় আবু সাঈদ বাবলু ছাত্রদলের কর্মীদের জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের একমাত্র পথ হলো নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করা। পাশাপাশি তিনি ছাত্রদলের কর্মীদের অনুপ্রেরণা জোগানোর মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার গুরুত্ব আরোপ করেন।