Saturday, January 25Welcome khabarica24 Online

হিঙ্গুলীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

index-1

 

নিজস্ব প্রতিবেদক: মীরসরাইয়ের হিঙ্গুলীতে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।গত (৩০ এপ্রিল) শনিবার বেলা ১১টা উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের হিঙ্গুলী হাসান আলী ভূইয়া বাড়ির এ ঘটনা ঘটে। নিহতরা হলো পূর্ব হিঙ্গূলী মোহাম্মদীয়া কমপ্লেক্সের নার্সারীর ছাত্রী সাদিয়া হাসান (৭) ও ছাগলনাইয়া মহিউছুন্নাহ ইসলামী একাডমেীর ছাত্রী জান্নাতুন নাঈমা (৮)। তারা দুজন সম্পর্কে চাচাতো-জেঠাতো বোন। নিহতের নিকট আত্মীয় মাঈন উদ্দিন জানান, সাদিয়া হাসান ও জান্নাতুন নাঈমা শনিবার সকালে খেলার করা সময় পাশ্ববর্তি পুকুরে ডুবে যায়। পরে তাদের খোঁজা খুজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের দেহ ভাসতে থাকে। পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এদিকে একই সাথে দুই জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।