শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হিঙ্গুলীতে জোর পূর্বক বাড়ীর দেয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের বদর ভূঞা বাড়ীতে জোর পূর্বক দেয়াল ভেঙ্গে ফেলায় দুপক্ষের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলে ও বিষয়টি এখনো নিস্পত্তি হয়নি।
মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বদর ভূঞা বাড়ির বাসিন্দা মোঃ আবুল হাশেম জানান তিনি মামা দিদারুল আলম ভূঞার ঘরে বসবাস করেন দীর্ঘবছর ধরে। একই বাড়ির জনাব সেলিম ভূঞা, তার পক্ষে মিজান ও হুমায়ুন সহ কিছু অজ্ঞাত লোক নিয়ে গত বৃহস্প্রতিবার ( ১৮ জুন) অতর্কিত বাড়ির প্রবেশ পথের সীমানা প্রাচীরটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। তাদেরকে না জানিয়ে অন্যায়ভাবে হুমকী ধমকি দিয়ে এভাবে সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়ায় তিনি ও তাঁর ছেলে মেয়ে সহ সকলে শংকিত এবং হতভম্ব। যাহা উদ্যেশ্যপ্রণোদিত ও সেলিম ভূঞার ঔদ্যত্ব আচরণের বহিঃপ্রকাশ বলে তিনি দাবী করেন। এই বিষয়ে সেলিম ভূঞার কাছে জানতে চাইলে তিনি বলেন এই দেয়ালটি ঝুকিপূর্ণ ছিল। অনেক দিন এটি ভেঙ্গে ফেলার কথা ছিল। কিন্তু ওরা ভাঙ্গছিল না বলে অতি বৃষ্টিতে ধ্বসে পড়ে দূর্ঘটনা সৃষ্টি হতে পারে তাই আমরাই ভেঙ্গে দিয়েছি। আর দেয়ালটি যদি আমরা ও নির্মান করে দেয়ার দাবী করেন তাহলে আমরাই নির্মান করে দিবো। এই বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী জোরারগঞ্জ থানার এসআই আজিজুর রহমান জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়ালটি উনাদের অনুপস্থিতিতে না জানিয়ে কৌশল করে ভাঙ্গা উচিত হয়নি। তবে এই বিষয়ে উনারাই আবার নির্মান করে দেয়ার সম্মতি রয়েছে। উক্ত ঘটনায় কোন প্রকার উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। অভিযোগ প্রদানকারী আবুল হাসেম এর দাবী দেয়ালটি যেহেতু উনারা আমাদের প্রস্তুতি ছাড়া অন্যায়ভাবেই ভেঙ্গে দিয়েছেন তাহলে উনারাই আমাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত নির্মান করে দিবেন। এর ব্যয় আমরা বহন করতে পারবো না।