নিজস্ব প্রতিনিধি ঃ-
চট্টগ্রামের মীরসরাইয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে জোরারগঞ্জ থানাধীন ২ নং হিংগুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ওবায়দুল মেয়ে বিবি আছমা (১২)। বৃহস্পতিবার সকালে নিহতের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করে।
নিহতের মা রোকেয়া বলেন, আছমা কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলো। সকালে সে মায়ের কাছে ১০ টাকা চায়। কিন্তু মায়ের কাছে ওই সময় টাকা না থাকায় তা দিতে পারেননি। পরে তিনি সংসারের কাজে বাহিরে গেলে আছমা অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বেলা ১২ টার দিকে ঘরে এসে দেখেন মেয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, আছমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।