শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাজ্জাক

image_69810.pic-20

 

নায়ক রাজ্জাক গুরুতর অসুস্থ। স্কয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। চিকিৎসক জুবায়ের আহমেদ জানিয়েছেন, তাঁর অবস্থা সংকটজনক।গত ২৯ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজ্জাক। এ সময় তাঁকে দ্রুত স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে ৩ এপ্রিল বাসায় ফেরেন। ৪ এপ্রিল আবারও অসুস্থ হয়ে পড়লে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেদিন রাত থেকেই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আছেন এই অভিনেতা।রাজ্জাকের ছেলে অভিনেতা সম্রাট বলেন, ‘আব্বুর শ্বাসকষ্টটা অনেক বেড়েছে। ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করছেন তাঁকে সুস্থ করে তুলতে। তিনি একটু সুস্থ হলেই দেশের বাইরে নিয়ে যাব উন্নত চিকিৎসার জন্য। সেই সুযোগটা যেন পাই, সবার কাছে এই দোয়া চাই।’