Monday, February 10Welcome khabarica24 Online

হাবিবিয়া ইসলামী শিল্পীগোষ্ঠীর প্রথম অডিও এলবাম এখন বাজারে

144709c14

বর্তমানে সমাজের বেশীরভাগ মানুষ-ই প্রতিনিয়ত অপসংস্কৃতির ভেড়াজালে আবদ্ধ হচ্ছে, সকল অপসংস্কৃতিকে যুবসম্প্রদায়রা নিজস্ব সংস্কৃতি ভাবতে শুরু করেছে। আর তখন-ই সমাজের আনাচে কানাচে ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দেয়ার দৃঢ়প্রত্যয় নিয়ে পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী ইসলামী সঙ্গীত সংগঠন হাবিবিয়া ইসলামী শিল্পীগোষ্ঠীর প্রথম যৌথ অডিও এলবাম ‘মাদীনাওয়ালার প্রেমে’ বাজারে এসেছে। হামদ, না’ত, ইসলামী সঙ্গীত এবং আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ.)’র শানে মর্সিয়া নিয়ে সাজানো এলবামটিতে কথা, কণ্ঠ ও সুর দিয়েছেন- তরুণ সঙ্গীতশিল্পী রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী। সহযোগী কণ্ঠে ছিলেন- জুয়েল মাহমুদ, আলিম উদ্দিন তাওহীদ, মাহবুব আলম মারুফ ও জাকির আহমদ। দিকনির্দেশনায় ছিলেন- কবি রফীকুল ইসলাম মুবীন, কবি মুজাহিদুল ইসলাম বুলবুল প্রমূখ। প্রযোজনা ও পরিবেশনা করেছে- উত্তরণ মিডিয়া। এলবামটি জকিগঞ্জসহ সিলেটের বেশ কিছু লাইব্রেরীতে সংযুক্ত করা হয়েছে