মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হাতছানি দেয় ছোট্ট বেলা : চন্দ্রশিলা ছন্দা

হাতছানি দেয় ছোট্ট বেলা একটি সবুজ মাঠ
মাঠের শেষে স্বপ্নে আঁকা ছিল নদীর ঘাট।

মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে ছিল তেপান্তর
তেপান্তরে মন ছুটে যায় কাঁদে যে অন্তর।

মাঠটি জুড়ে কত স্মৃতি খেলা ভুরি ভুরি
ছি কুত কুত, কানামাছি আরও রুমাল চুরি

খেলার ছলে আছড়ে পড়া
গড়াগড়ি ধুলায়
দিনের শেষে সন্ধ্যা হলে ফিরতো পাখি কুলায়।

আমার সে মাঠ আমার উঠোন প্রাণ জুড়ানো গাঁ।
তোর বুকেও উঠছে দালান যন্ত্র দানবটা!

আমার সে মাঠ খোলা আকাশ ইচ্ছে ডানার ঘুড়ি
ছোট্ট বেলার সে মাঠ আজও করে যে ঘুম চুরি।

হালখাতা আর বোশেখ মেলা, মাঠ জুড়ে উৎসব
কোথায় যেন হারিয়ে গেলো কোথায় গেলো সব?

কাঁচপোকা আর সাঁঝ জোনাকি দে না খুঁজে ভাই
কাঁচামিঠে শৈশব আমার, আবার পেতে চাই।

মাঠটি ছিল বর্ণমালা, আমার প্রথম পাঠ
খুঁজছি আমি হারিয়ে ফেলা ছোট্ট বেলার মাঠ।