স্বতন্ত্র সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের পদত্যাগপত্র গ্রহণ করেননি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।বৃধবার দুপুর ১টায় এ নিয়ে হাজী সেলিম তার ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন।স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমি আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ এর মেয়র পদে অংশ গ্রহনের লক্ষে গত মঙ্গলবার সংসদে পদত্যাগ পত্র দাখিল করি, কিন্তু মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ পত্রটি গ্রহন করেননি।প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।