শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হাইকোর্টের পাঁচ বিচারপতির স্থায়ী নিয়োগ

govt-logo_109778

হাইকোর্ট বিভাগের পাঁচ অতিরিক্ত বিচারককে স্থায়ী নিয়োগ দেয়া হয়েছে। সোমবার দুপুরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্ত স্থায়ী বিচারপতিরা হলেন- বিচারপতি আশিষ রঞ্জন দাশ, বিচারপতি মাহবুবুল হক, বিচারপতি মো: বদরুজ্জামান বাদল, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি কাজী মো: এজারুল হক আকন্দ।এর আগে এই পাঁচ বিচারপতি দুই বছর অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছিলেন। আইন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাঁচজন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক নিয়োগ করেছেন। ২০১২ সালের ১৪ জুন এই পাঁচ বিচারকসহ মোট ছয়জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়। অন্য বিচারক হচ্ছেন বিচারপতি এবিএম আলতাফ হোসেন।