ইতিহাসের বৃহত্তম ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে পৃথক তিনটি অর্থঋণ মামলা দায়ের করেছে সোনালী ব্যাংক লিমিডেট। হলমার্কের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ঋণ খেলাপির মামলা দায়ের করে সোনালী ব্যাংক।আজ বৃহস্পতিবার দুপুরে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে ব্যাংকের উপমহাব্যবস্থাপক আবুল হোসেন এসব মামলা দায়ের করেন। সোনালী ব্যাংকের আইনজীবী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ২১ কোটি ১১ লাখ ২২ হাজার ৯০১ টাকা আদায়ের জন্য এ ৩টি মামলা করা হয়েছে বলে তিনি জানান।