সরকার আইন করে হরতাল বন্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।তারেক রহমানের সপ্তম কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা জেলা আয়োজিত আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। দলের জেলা সভানেত্রী সাবিনা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ। নোমান বলেন, ‘সরকার আইন করে হরতাল বন্ধ করার ষড়যন্ত্র করছে। যা পৃথিবীর কোনো দেশে নেই।’
বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। দেশের মানুষ নিরাপদে চলতে পারে না।’