শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হরতাল ঠেকাতে সরকার গ্রেফতার অভিযান চালাচ্ছে: রিজভী

রুহুল-কবির-রিজভী-আহমেদ_52755

 

হরতালকে কেন্দ্র করে সরকার সারাদেশে নেতা-কর্মীদের পুরোনো স্টাইলে গ্রেফতার ও তাদের বাড়িঘরে তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।তিনি বলেন, হরতালের আগের দিন মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ। হরতাল বানচালে এটা তাদের (সরকার) পুরনো কৌশল।রিজভী বলেন, আমরা বলতে চাই, সোমবার সারাদেশে সর্বাত্মক হরতাল হবে। সকাল-সন্ধ্যা হরতালে গাড়ি-ঘোড়া চলবে না। অফিস-আদালত চলবে না। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা ও দেশের সম্পদ রক্ষার দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।সোমবার চট্টগ্রামের লালদিঘীর ময়দান গাউসুল আজম কনফারেন্স অনুষ্ঠানের কারণে লালদিঘীর ময়দান হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানান রিজভী।নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী সাংবাদিকদের জানান, সন্ধ্যা পর্যন্ত রাজধানী মালিবাগ, বংশাল, খিলগাঁও, আদাবর, গেন্ডারিয়া, মাদারীপুর, নোয়াখালী, খুলনা মহানগর, পটুয়াখালী, ময়মনসিংহ ও মুন্সীগঞ্জসহ সারাদেশে শতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।হবিগঞ্জের মেয়র জিএম গউসকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তিনি বলেন, গউস একজন নির্বাচিত মেয়র সম্ভাবনাময় তরুণ নেতা। তাকে আন্দোলন থেকে দূরে রাখতে নাটকীয়ভাবে কিবরিয়া হত্যা মামলায় জড়িত করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা তার গ্রেফতারে নিন্দা জানাচ্ছি।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান ও আসাদুল করীম শাহিন ও বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গাজীপুরে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে এবং গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের নেতাদের মুক্তির দাবিতে বিএনপিসহ ২০ দলীয় জোট সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।