:জামায়াতের ডাকা হরতালের মধ্যেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় এদিন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সারওয়ার পারভেজ বলেন, বিভিন্ন বিভাগে পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হরতালে পরীক্ষা না নেবার বিষয়ে কারো কাছ থেকে কোন চিঠি পায়নি।
এদিকে, বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায় ক্লাস চললেও শিক্ষার্থীর সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় কম।
নাটকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনিমা বলেন, আমাদের বেশ কয়েকটি ক্লাস হয়েছে। তাছাড়া বিভাগের তৃতীয় বর্ষের নির্ধারিত ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।