Thursday, December 12Welcome khabarica24 Online

হত্যা মামলায় গ্রেপ্তার তারেক-আরিফ

image_87396.rab-11

পাঁচ দিনের হেফাজতে জিজ্ঞাসাবাদের পর নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় র‌্যাব-১১ এর সাবেক কমান্ডারসহ দুই কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনকে আজ বৃহস্পতিবার বিকালে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ মণ্ডল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক দুই সেনা কর্মকর্তাকে ফের ১০ দিনের হেফাজতে চাইলে বিচারক কে এম মহিউদ্দিন তাদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।শুনানি শেষে কড়া পুলিশি প্রহরায় তারেক সাঈদ ও আরিফ হোসেনকে জেলা পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। এর আগে র‌্যাবের সাবেক এই দুই কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়।গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিন দিন পর ৩০ এপ্রিল ছয়জনের এবং পরের দিন আোও একজনের লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করে নজরুলের পরিবার। ৪ মে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ছয় কোটি টাকার বিনিময়ে র‌্যাবের তিন কর্মকর্তা ওই সাতজনকে অপহরণ ও খুন করেছেন।