রাষ্ট্রপতি আবদুল হামিদ পবিত্র হজ পালনের জন্য মঙ্গলবার দিবাগত রাত ২ টায় সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, সৌদি বাদশাহর আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে রাষ্ট্রপতি হজ পালন করবেন।বিমানবন্দরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধানরা, কূটনৈতিক কোরের প্রধান এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা তাঁকে বিদায় জানান। সৌদি আরব যাত্রার প্রাক্কালে রাষ্ট্রপতি দেশবাসীর কাছে দোয়া চান। হজ পালনকালে রাষ্ট্রপতি দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ চেয়ে দোয়া করবেন।