মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে শুক্রবার

haj_53182

 

আগামী শুক্রবার (২ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী অষ্টম হজ ও ওমরাহ মেলা। ২ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই মেলার আয়োজন করতে যাচ্ছে।আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় হাব। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন হাবের সভাপতি ইব্রাহিম বাহার।তিনি জানান,  মধ্যস্বত্বভোগী দালাল ও কাফেলামুক্ত হজ ব্যবস্থা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। হজ যাত্রীরা হজের বিভিন্ন নিয়মসহ আনুষঙ্গিক তথ্য এই মেলা থেকে জানতে পারবেন।এতে জানানো হয়, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখের মধ্য হজ যাত্রীদের রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে হবে। গত ১৫ ডিসেম্বর থেকে অনলাইনে এ রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১০ জুন প্যাকেজের সব টাকা পরিশোধ করতে হবে। বেসরকারিভাবে হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালের হজ চাঁদ দেখা সাপেক্ষে শুরু হবে ২২ সেপ্টেম্বর। এই লক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেটে হজ মেলার আয়োজনের প্রস্তুতি চলছে।এ সময় উপস্থিত ছিলেন হাবের সহসভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, মহাসচিব শেখ আব্দুল্লাহ, যুগ্ম মহাসচিব ফরিদ আহম্মেদ. কার্যকরী নির্বাহী সদস্য ফজলুল প্রমুখ।