চীনশাসিত হংকংয়ের রাজপথে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। আজ বুধবার সকালে একদল বিক্ষোভকারী স্থানীয় সংসদ ভবনে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এরপরই দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
পূর্ণ গণতন্ত্রের দাবিতে বিক্ষোভকারীরা আট সপ্তাহ ধরে তিনটি শহরের রাজপথে অবস্থান করে আসছেন। আজ পুলিশের বাধা, লালপতাকার সতকর্তা জারির পরেও বেশ কয়েকজন বিক্ষোভকারী সংসদে ভবনে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।