হংকংকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে নেমে দলের হয়ে মেসি করেন দুটি গোল। হিগুয়েন ও জাইতানের দুটি ও বেনেগার একটি করে গোল করেন।খেলার ১৯ মিনিটে এভার বেনেগা গোলের সূচনা করেন। পরে খেলার ৪২ মিনিটে স্কোর দ্বিগুণ করেন গঞ্জালো হিগুয়েন। তার দুই মিনিট পরেই স্কোর তিনে নিয়ে যান এন জাইতান। ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতির পর নেমেই যেন আবারও গোল উৎসবে মেতে উঠেন আলবিসেলেস্তেরা। খেলার ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করেন হিগুয়েন।এরপর খেলার ৬০ মিনিটে মাঠে নেমে ৬৬ মিনিটে গোল উৎসবে যোগ দেন মেসিও। পরে খেলার ৭২ ও ৮৪ মিনিটে নিজেদের জোড়া গোল পূরণ করেন জাইতান ও মেসি। খেলা বাকি সময় আর কোনো গোল না হলে ৭-০ ব্যবধানেইন জয় মাঠে ছাড়ে মার্টিনোর শিষ্যরা।
বিরতির পর নেমেই যেন আবারও গোল উৎসবে মেতে উঠেন আলবিসেলেস্তেরা। খেলার ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করেন হিগুয়েন।এরপর খেলার ৬০ মিনিটে মাঠে নেমে ৬৬ মিনিটে গোল উৎসবে যোগ দেন মেসিও। পরে খেলার ৭২ ও ৮৪ মিনিটে নিজেদের জোড়া গোল পূরণ করেন জাইতান ও মেসি। খেলা বাকি সময় আর কোনো গোল না হলে ৭-০ ব্যবধানেইন জয় মাঠে ছাড়ে মার্টিনোর শিষ্যরা।