Saturday, February 8Welcome khabarica24 Online

সড়ক দূর্ঘটনায় জেবি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সহ আহত ৮

images

নিজেস্ব প্রতিবেদকঃ মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় জেবি স্কুলের শিক্ষক-শিক্ষাথী সহ ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনায় জানা যায় আজ (১১এপ্রিল) সকাল সাড়ে ৭ টা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরসইরাইয়ের চতৈন্যের হাট (বিশ্বরোড়) বাইপাস এলাকায় বারইয়ারহাট ঘামী হিউম্যান হলার (সেইফ লাইন) সাথে অপরদিক থেকে আসা ট্রাক (ঢাকা মোট্রে-ট -১৮-৭৪১৪) মুখোমুখি সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- জেবি স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী আরাফাত (১৫), অষ্টম শ্রেনীর ফয়সাল (১৪), একই বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম শিপন (২৮),ইসমাইল (৩১), রিংকু ভৌমিক (২৬) রিদোয়ান (৪০),। বাকি দুই আহতের নাম জানা যায় নি।
জেবি স্কুলের শিক্ষক রেজাউল করিম শিপনকে গুরুতর আহত অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করানো হয়।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, আহতদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দূর্ঘটনা কবলিত সেইফ লাইন ও ট্রাকটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।